প্রকৃতি আর জীবন সমার্থক l যা জীবন কে বাঁচিয়ে রাখে ,লালন করে , তাই প্রকৃতি lপ্রকৃতি হৃদয়ের সুখ আর শান্তির উৎস l তাই মন খারাপের বিকেলে , ছুটে যাই প্রকৃতির কোলে l বাংলার সবুজ মাঠ , ধান খেত, নদীর ঘোলা জল, মায়ের হাতের রান্না , ঘুড়ি উড়ানো বিকাল ,উদাসী বটের ছায়া ভরা জ্যোৎস্নায় হাওড়ে ভেসে ওঠা মাছের ঝাঁক ,বৈশাখী মেলা , প্রেমিকার এলো চুল ,সব কিছুই মিলে মিশে আছে , প্রকৃতির সাথে l প্রকৃতি কখনো বা রুদ্র রুপী,ভরা বর্ষার বিচ্ছিন্ন দ্বীপের মতন গ্রাম , ঝড়ের আঘাতে ছিন্ন ভিন্ন শালিকের বাসা , বিদ্যুতের তারে বসা কাকের আর্ত চিৎকার l জীবনের প্রতিটি দিন ক্ষনে , মিলে মিশে আছে প্রকৃতি . এক পরমাত্মীয় হয়ে l
Nature and life are the two sides of the same coin, synonymous and contemporary to each other It nurtures and protects all the living things in the world. It is the source of peace and joy of our mind and heart.So when I am sad, in a dull evening, I run to the open space in nature. The lush green pasture, paddy fields, the tender shadow of a majestic Saint like banyan tree, the muddy water of a small stream, school of fish dancing on the waves along with tide on a full moon night, the village fair in summer flying kites in the bright afternoon and the long loose hair of my beloved girlfriend , the tasty food cooked by my mother, all and everything come under the context of the nature. Sometimes nature is violent. And devastating. The isolated village surrounded by the flood water, the broken nests of birds in the storm, the screaming of a trembling wet crow sitting on an electric wire, every creature in nature is so close to my heart that I love them all and enjoy every moment of my life.
This poem is very meaningful to Bengali culture. If you want to see the Bengali culture and environment as well, just go through to this creation. Every word of this poem is very touchy and make wonderful feelings in our heart. This poem might be the national environmental anthem of Bangladesh. I am very proud of my brother Mofiz Rahman who is a great nature lover I ever seen.
Thanks a lot Mofiz Bhai to make us proud.